বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

পালনের নেই দায় || রমেন্দ্র রায়চৌধুরী || আত্মপ্রকাশের কবিতা


পালনের নেই দায়
রমেন্দ্র রায়চৌধুরী



অনেক ঘাত-প্রতিঘাতে হয়েছি সমৃদ্ধ।
দেখেছি প্রকৃতির সুনামি,
আবার ভয়াবহ অতিমারি।
মানুষের লোভের
নগ্ন প্রকাশ দেখি,
আত্মজার লাশে করে
আপন উন্নতির সোপান।
ক্ষুধাকে দেখেছি অন্যরূপে,
যেখানে সন্তানে বেচে
অভাবী জননী বাঁচার রসদ খোঁজে।
পাশবিকতার রূপ দেখি,
আপন সন্তানসম কন্যারে ধর্ষিতে।
জিঘাংসার প্রতিরূপ সৃষ্ট দাঙ্গায়।
মিথ্যার বেসাতি দেখি নেতার ভাষায়।
প্রতিশ্রুতির বন্যা দেখি
যারে পালনের নেই দায়।
পণ্যের বিজ্ঞাপনে সংজ্ঞায়িত
বন্ধুত্বের অটুট বন্ধন।
তবু সে বন্ধুত্বের পরশ লাগে
একান্ত আলাপচারিতায়।
অথবা রোগশয্যায় বন্ধুর মরমি ছোঁয়া।

এত সবের মাঝেও
জীবনের নানারূপ হয়নি দেখা।
যে মজুর দিনরাত
কাজ করে ঘরে ফেরে,
তোলে এক অজানা সুর।
কি তার প্রেরণা,
কোথা হতে আসে এই জীবনের রূপ?
অথবা,চরম দারিদ্রের মাঝে,
পাশে আসে পড়শির হাত।
নিজেকে বাঁচাতে একা
এরা শেখেনি এখনও।
যখনি প্রকৃতির মারে
হঠাৎ স্তব্ধ হয় সমস্ত জীবন
তখনই কি প্রেরণা বলে!
যৌবন ঝাঁপিয়ে মরে
বাঁচাতে সেই স্তব্ধ জীবন।
এদের অঙ্গীকারে
আমারও প্রত্যয় জাগে,
ভাবি, আরও কেন পাইনা জীবন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...