Monday, August 17, 2020

ঈর্ষে || দীপক কর || কবিতা

ঈর্ষে
দীপক কর


প্যালেটের রঙ সব ধূসর হয়ে গ্যাছে আমার
তুলির আঁচড়ে বাসা বাঁধে এখন
           ঝুনো নারকেল-বয়স
অথচ মনটা দ্যাখো এাতো ঈর্ষে-কাতর:
সুনীলের রুপোলী জুলফিতে
            হিরন্ময় রোদ কেন স্কি খেলে যায় ?

সুনীল, তোমার আঙুলে দোল খায়
               শব্দের স্পেক্ট্রাম
তুমি খেলা কর অবলীলায়
          সহজ কিশোর খেলা
চাঁদ-গলা-জ্যোৎস্না   রজনীগন্ধা-বন
সুনীল ! তোমার আঙুলে এত নরম বয়স

No comments:

Post a Comment

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম

ব্যক্তিত্ব || এক ভিন্ন আঙ্গিকের শিল্পী নরসিংহ দাস || নিজস্ব কলম মেদিনীপুর শহরের বাসিন্দা, ভূগোল শিক্ষক, মহিষাগেড়্যা এ. এম. এ. হাই মাদ্রাসা ...