বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২০

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || অলৌকিক চুম্বকের টানে

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

অলৌকিক চুম্বকের টানে । অদীপ ঘোষ । পাণ্ডুলিপি । ত্রিশ টাকা ।

'এই সব  ভেবে নিয়ে আমরা শস্যের বুকে নারীদের উষ্ণতা খুঁজেছি/  নারীদের শস্য ভেবে গোলাঘরে মজুত করেছি  । ' -র মতো মর্মস্পর্শী উচ্চারণ যেখানে পাই ও বহু পাঠক হিসেবে ভেতর থেকে মুগ্ধতা নিয়ে যাঁর কথা ভাবতে হয় তিনি কবি অদীপ  ঘোষ । কবির ২০০২সালে র কাব্যগ্রন্থ ' অলৌকিক চুম্বকের টানে ' আবার পড়তে গিয়ে বুঝতে পারি তাঁর কবিতা শুধুমাত্র  মুন্সিয়ানার জোরে নয়, তাঁর বোধে মিশে থাকা কবিতা তিনি উপহার দেন যে অবাক উচ্চারণে তাকে শ্রদ্ধা জানানো ছাড়া উপায় থাকে না । সে কারণে তাঁর এই কাব্যগ্রন্থ থেকে যেসব উচ্চারণ আঁকড়ে ধরতে ইচ্ছে হয় তা: ' শেষমেশ কিছুই হল না / ফলত আবার তারা খনিগর্ভে ঢুকে এক ঘনরাতে মানুষের কঠিন করোটি তুলে আনে ।' (খনিজ), 'সাবানের স্থির দেহে অজস্র ফেনারা খুব সাগ্রহে ঘুমোয়/  এত লোক তবু কেউ প্রাণবন্ত বুদবুদের প্রার্থনা করে না ' (অসমাপ্ত পাঠক্রম) -এর মতো আরো কিছু ।
         অদীপের কবিতার ভেতরে যে টান অনুভূত হয় ,তাকে অস্বীকার না করে বলতে পারি তিনি সেই গভীর উজ্জ্বল অবস্থানে  আমাদের পৌছে দিতে উচ্চারণ করেন:  ' আলো কিংবা  অন্ধকার নয়/  আলো আর অন্ধকার দুপাশে সরিয়ে রেখে আমাদের হাইফেন জীবনযাপন । ' (গণতন্ত্র ও উন্মাদ ')।
        এরপরও অদীপের বেশ কিছু কবিতার বই প্রকাশ পেয়েছে,  তন্ময় হয়ে পড়েছি । অদীপ মনোযোগ ছিনিয়ে নেয়।  কবিকৃত প্রচ্ছদ অনুভবী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...