বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২০

বেলাশেষে || রোশেনারা খান || কবিতা

বেলাশেষে
রোশেনারা খান



আকাশের গায়ে মেঘের চাদর
আবছা জোছনা রাতের আদর
কে জানে কেন এই অবেলায়
দাঁড়িয়ে দুজনে দুটি জানালায়
দুজনে কেন কার অপেক্ষায়
  আসেনা চিঠি এই  ঠিকানায়
   রীতিনীতির সীমানা ছাড়িয়ে
 দাঁড়িয়ে দুজনে দুহাত বাড়িয়ে
এমনি করেই কেটে যায় দিন
কুহকিনী আশা ক্ষীণ হতে ক্ষীণ
তবুও বাতাসে শিউলির ঘ্রাণ
সেদিনের স্মৃতি আজও অম্লান
কার বুকে কে  সান্তনা খোঁজে
সে শুধু জানে সেই তা বোঝে
সেই অনুভবে বাহির ও ভিতর
আবছা জোছনা রাতের আদর
জমেনি হিমানি বুকের ওপর
আকাশের গায়ে মেঘের চাদর


     
        

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...