রবিবার, ৩০ আগস্ট, ২০২০

২টি কবিতা || আশিস চৌধুরী || দৈনিক বাংলার কবিতা

আশিস চৌধুরীর ২টি কবিতা


কানামাছি

আসলে তুমি হারিয়ে যাওনি
এ আমার মনের ভুল
দিনরাত হয় তুমি আমার চারপাশে ঘুরছো
নয় তো আমি তোমার চারপাশে
অল্টারনেটলি চোখবাঁধা থাকে বলে
ঠাহর করতে পারলেও
ঠিক বুঝতে পারি না
শুধু কানামাছি খেলছি।






মহাভারত

মলাটে জমেছে কত ধূলো
তাই অস্পষ্ট দেখাচ্ছে নামটি
ভেতরেও ততোধিক ধূলো
একে মহান বলে অনেকেই
তবে কেন এত অবহেলা,এত ধূলো? 
কার হাতের ছোঁয়ার  অপেক্ষায় পড়ে আছে
শতব্দী প্রাচীন এই মহাভারত?
যে ধূলো ঝেরে আবার ফেরাবে স্বমহিমায়
নামখানি স্পষ্ট হলে 
তার হৃত গৌরব ফিরে আসবে
আর ভেতরের পাতায় যা লেখা আছে
তাতো কাশীরাম দাস সেই কবে বলে গেছেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...