শুক্রবার, ১৪ আগস্ট, ২০২০

কবিতা || উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৮ || সোমনাথ বেনিয়া

কবিতা

উনত্রিশ পয়েন্ট ফাইভ - ৩৮ 
সোমনাথ বেনিয়া


শূন‍্যের স্থানাঙ্ক ধরে দু-দিকে এগোচ্ছে সমীকরণ সমাধান পেতে
কে কার, কাকে ধরলে আমূল ফলাফল পেনসিলের শিষে
মেদ ঝরিয়ে পোয়েটিক লাইনে শেষ কথাটি রেখো গোপনে
অজানা রাশিকে ধরে খুঁজবে বিপরীত মেরুতে কীসের অবস্থান
দূরবর্তী আলেয়া বিজ্ঞান মেনে রচনা করে ভয়াল রহস‍্যসংকলন
জনপদের শিহরনে আকাশের মাঢ়ী খুলে প্রকাশিত নক্ষত্র-দাঁত
কার আশ্চর্য বিনামূল‍্যে বিজ্ঞাপিত সুগন্ধ মাজনের ছায়াপথ
লৌকিকতা বাদ দিয়ে আসন পাতে সন্ধ‍্যার খবর সন্ধ‍্যামালতী
তখন ছেলেটির পাঠ‍্য ব‌ইয়ের ভিতর ক্রিকেট বলের শেষ রান
এসব লক্ষ‍্য করে শূন‍্যের স্থানাঙ্ক ধরে উপরে-নিচে এগোয় অঙ্ক
লাফ দিলে লব আর হেরে হরে বসে থাকে আপেক্ষিক গুরুত্ব
পাতা ওলটাতে গিয়ে মনে পড়ে মৌলিক চাহিদা কাগজের ঠোঙা
আগুন জ্বলছে বড়ো কথা, তার আবার গোটা কিংবা ভাঙা

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...