Wednesday, August 12, 2020

চারটি "শব্দ'৫ কবিতা" || ফটিক চৌধুরী

চারটি "শব্দ'৫ কবিতা"
ফটিক চৌধুরী


১) বাঁচা হয়ে গেল
     ভুল ভাবে


২) অদৃশ্য?
     দৃশ্য থেকে
     দৃশ্যান্তরের অন্ধকার


৩) আমার অন্ত ছোটে
     অনন্তের দিকে


৪) কায়াগুলো
     ছায়া হয়ে
     অদ্ভুত মায়াময়।


2 comments:

  1. ভালো লাগল পাঁচ শব্দের কবিতা।

    ReplyDelete

সবাই মিলে সিনেমা হলে (১৪) || কান্তিরঞ্জন দে || কিভাবে সিনেমা " দেখব ?"

  সবাই মিলে সিনেমা হলে (১৪) কিভাবে সিনেমা "  দেখব ?"        সত্যি সত্যি যদি সিনেমার রূপ রস দৃশ্যসুখ উপভোগ করতে চান, তাহলে আগ্রহের ...