Tuesday, August 11, 2020

কিছু বই কিছু কথা || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার

সেই সুর বাজে । দেবাশিস চট্টোপাধ্যায় । প্রথম আলো ।  পাঁচ  টাকা ।

দু হাজার সালের কলকাতা বইমেলাতে ' প্রথম আলো ' পত্রিকা থেকে  এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছিল । একশো কবির ( তাঁদের সর্বপ্রথম কাব্যগ্রন্থ  ) একশোটি এক ফর্মার বই  সংস্থার নিজস্ব খরচে প্রকাশিত হয়েছিল । তারই একটি দেবাশিস চট্টোপাধ্যায়ের  'সেই সুর বাজে ' কাব্য পুস্তিকা । এই উদ্যোগের মাধ্যমে কতজন কবি তাঁদের কবিতায় উল্লেখযোগ্যতা রেখেছেন জানা নেই,  তবে এই পুস্তিকা পড়ে তেমন উল্লেখযোগ্যতার সম্ভাবনা না পেলেও কিছু পংক্তি আকর্ষণ করে : ' উন্মুখ সোহাগ পেতে দগ্ধ হাওয়ায় ভাসে/  আমাদের উৎসব বাতি ।' ( 'অনুসন্ধান পর্ব- ৪') ,
' আমি আলো নদী অন্ধকার চিনি/  চারণের ভূমিকা চিনি না ।' ( ' চারণ ' ) , ' শ্বাসাঘাত  ভেঙ্গে পড়ে অনিশ্চিত  বোধে/  গভীর নাভীর নীল হ্রদে । ' ( ' নীল ডাক ') এইসব উচ্চারণের ভেতর দিয়ে ।
           বাস্তবিক সামান্য কিছু এরকম পংক্তি পাওয়া গেলেও  সমগ্র বইটি এক অপরিণত ফসল । তবে সম্ভাবনা কিছু ছিল । এ ক্ষেত্রে তাঁর প্রধান দোষ তিনি হঠাৎ করে ভালো পংক্তি তুলে ধরলেও পরবর্তী পংক্তির  ক্ষেত্রে সুবিচার করতে পারেন নি । তাছাড়া গভীরতার থেকে অগভীর উচ্চারণও পড়তে হয় । তাই মনে ধরে না  তাঁর প্রয়াস ।

No comments:

Post a Comment

বিশ্বজিৎ || ঘোড়া || কবিতা

  বিশ্বজিৎ ঘোড়া তুমি বরাবর শিক্ষা নিতে ভালবাসো।শিক্ষার ভেতরেও একটা শিক্ষা থাকে।অচেনা গলির ঘ্রাণ... রক্ত আছে মাংস আছে তুমিও বোঝ নদী কীভাবে বা...