কথাবন্ধ
শ্যামাশ্রী মুখার্জী
আজ তিনদিন...
৭২ ঘণ্টা
৪৩২০ মিনিট
২৫৯২০০ সেকেন্ড
আমাদের কোনো কথা হয়নি
এই তিনদিন আমরা
আলাদা আলাদা সময়
সবুজ বিন্দুতে
এই তিনদিন ছুড়ে ছুড়ে
যেটুকু তোর দিকে চেয়েছি
তারও বেশি না চাওয়া জুড়ে
ছুঁয়েছিলি তুই
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
সুন্দর।👍👍
উত্তরমুছুনঅপূর্ব...
উত্তরমুছুন