বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০

সঙ্গীত পরিক্রমা || হীরক বন্দ্যোপাধ্যায় || কবিতা

সঙ্গীত পরিক্রমা
///////////
হীরক বন্দ্যোপাধ্যায়


আমি আজ গানের ভেলায় ভেসে বেড়াবো
'ওগো কমলিকা তুমি বুঝিলে না কেন হায়'
অখিলবন্ধু গাইছেন, তোমার ভুবনে ফুলের মালা
আমি কাদি সাহারায় ....
এখন রাত্রি অনুসরণ করছে দিনকে
একটি যন্ত্রণার ধুমকেতু
অবিরাম বর্ষণে ভেসে যাচ্ছে ভোর ও সন্ধ‍্যা
নি:সঙ্গতার মধ্যে একে একে শিল্পী উঠে আসছেন মঞ্চে, শ‍্যামলমিত্র থেকে মানবেন্দ্র
মান্না থেকে শচীনদেব ,বিশাল শূন্যতার মাঝে
এসে ধরা দিচ্ছেন কিশোরকুমার থেকে হেমন্ত
বিসর্জনের বর্ণমালা ,স্বর্গ যা এনে দেয় তার চেয়ে
একটুখানি বেশী, ক্রমশ পৃথিবীর মানচিত্রটি
বদলে যাচ্ছে,রাস্তা নেই যাওয়ার
গানের সুর পুরো আকাশ জুড়ে
এমন সব বাজনা বাজবে আজ আমার জানা ছিল না
স্মরণীয় হয়ে থাকলো ,অদৃশ্য এই ছায়া পরিক্রমা...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...