Thursday, September 10, 2020

গাছ ও মানুষের কথা || শ্রাবণী গুপ্ত || কবিতা

গাছ ও মানুষের কথা
*********************
শ্রাবণী গুপ্ত


মানুষের জ্বর হলে
মানুষ পাশ ফিরে শোয়

গাছেদের জ্বরও হয় না ওরা পাশও ফেরে না

উত্তাপ মেপে নিতে নিতে ভেজা কাপড় কপালে রাখে, মানুষ

অথচ ভিজতে ভিজতেই গাছেরা বড় হয়ে ওঠে

গাছেদের তাপমাত্রা
মানুষের আর মেপে ওঠা হয় না

শুধু ছায়াটুকুই নিতে নিতে বড় হয়ে ওঠে মানুষ....

****************************************

3 comments:

কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার এইটুকু । তাপস সরদার

  কিছু বই কিছু কথা । নীলাঞ্জন কুমার  এইটুকু । তাপস সরদার । মৌহারি । পন্ঞ্চাশ টাকা । কখনো কখনো কোনো কোনো কবি তেমন উল্লেখযোগ্য কবিতা না লিখতে...