বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা ৭৪৬- ৭৫০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ


আটপৌরে কবিতা
নীলাঞ্জন কুমার

৭৪৬

ভরত/  গন্ধর্ব/  অভিনয়
      ) নাট্যশাস্ত্র  (
প্রাচীণ থেকে আজও সচল ।

৭৪৭

বিধানসভা/  পৌরসভা/  লোকসভা
          ) নির্বাচন  (
  ভোটার ছাড়া হয় না ।

৭৪৮

ঘৃণিত/  দমিত/  দাসত্ব
        ) দলিত  (
আজও ভারতের সামাজিক ব্যাধি ।

৭৪৯

আযৌক্তিক/  ধোঁয়াশা/  অবোধক
           ) দুর্বোধ্য  (
অপাঠকের কাছে আধুনিক কবিতা!

৭৫০

সাধনায়/  কষ্টে/  পরিশ্রমে
       ) দুরূহ   (
সব কিছুর সমাধান থাকে ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...