শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০

আটপৌরে কবিতা ৮২৬-৮৩০ || নীলাঞ্জন কুমার || ধারাবাহিক বিভাগ

 আটপৌরে কবিতা

নীলাঞ্জন কুমার

৮২৬

গতানুগতিক/  অভ্যাস/  স্থিরতা
        ) সংসারী  (
    কে আর ব্যতিক্রম চায় ।

৮২৭

সন্দেহ/  নজর/  যুক্তিহীন
         ) অবিশ্বাস  (
অজান্তে মনে উঁকি দেয় ।

৮২৮

পাল্টাপাল্টি/  উলটপুরাণ/  দুর্বিপাক
               ) অদলবদল  (
               কি করে যে ঘটে!

৮২৯

সত্যি/  স্বীকার/  জবানবন্দি
       )   হলফ  (
একবার  করলে  পাল্টানো কঠিন ।

৮৩০

ঘটনা/  নিয়তি/  প্রত্যহ
       ) ঘটমান  (
যা তাতো ঘটতেই থাকবে ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...