বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২০

তুমি আমি || রোশেনারা খান || কবিতা

তুমি  আমি

রোশেনারা খান




তুমি যখন আমার কথা ভাবছিলে,

হয়ত বা মনে মনে হাসছিলে।

আমি তখন বালিশে মুখ গুঁজে, 

মনের পাতায় যাচছি কি সব খুঁজে। 

তুমি  যখন আমার ছবি আঁকছিলে,

ফেলে আসা দিনের কথা ভাবছিলে।

আমি তখন এগিয়ে পায়ে পায়ে,

পৌঁছে গেছি শীতল সে এক ছায়ে। 

তুমি যখন জ্যোৎস্না রাতে ভিজছিলে,

মনে মনে কাকে যেন খুঁজ ছিলে।

আমি তখন ছায়াপথে হাঁটছিলাম,

মনে মনে তোমার কথাই ভাবছিলাম ।

তুমি যখন ঘুমের ঘোরে কাঁদছিলে,

আমার চেনা নামটি ধরে ডাকছিলে।

আমি তখন তোমার কাছেই আসছিলাম,

স্বপন হয়ে তোমার চোখে  ভাসছিলাম। 

ঘুমটা তোমার ভেঙ্গে গেল যেই,

দেখলে চেয়ে আমি কোথাও নেই ।

তোমার  আমার হলনা আর দেখা,

জীবন খাতায় এটাই ছিল লেখা। 





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...