হাঁড়ি ভাঙা খেলা
বিনোদ মন্ডল
ধুতি ছিল এবং ছিল শাড়ি
শ্লোগানসহ শাবল কাড়াকাড়ি
ঠুলি পরে চোখে
দেখেন সব লোকে
কেউ জানেনা কে ভেঙেছে হাঁড়ি
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
শাহিন শাজনীন || ব্যক্তিত্ব শাহিন শাজনীন। কবিতা প্রতি ভালোবাসা স্কুল জীবন থেকেই। ক্লাস এইট, নাইনে ডায়েরির পাতায় লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। ...
সুন্দর👍👍
উত্তর দিনমুছুন