বিশ্বজিৎ
বোকা মানুষের গল্প
ছোট্ট ঘরের ভেতর
তুমি রোজ গল্প লেখ।
কাঁচা অথবা পরিপক্ক
ভরসা নেই,কোন দিগন্তে
গিয়ে মিলবে।
শান্ত হও
আরও আরও শান্ত
গুহার ভিতর...
যে প্রতিধ্বনি বাজছে।
তাকে সম্মান করতে শেখ
চোখ বন্ধ করে,
ঢেলে দাও আলো
সময়...ঠিক শেষ কথা বলবে
------
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন