*আকাশ*
বর্ণজিৎ বর্মন
আকাশের গাঁ এ যতো কালো মেঘ
ওড়াওড়ি করে
প্রতিবেশি কাক হয়ে কলঙ্কের নিশানায় ছবি আঁকে
প্রতিদিন এক বাউল এসে
শান্তির ললিত বাণী শোনায়
আমার নিঝুম চোখে বর্ষার তোর্ষা নদী
হৃদয়ের কাছাকাছি বসে থাকে
আমি ক্রমশ আকাশ হয়ে উঠি
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
শাহিন শাজনীন || ব্যক্তিত্ব শাহিন শাজনীন। কবিতা প্রতি ভালোবাসা স্কুল জীবন থেকেই। ক্লাস এইট, নাইনে ডায়েরির পাতায় লুকিয়ে লুকিয়ে কবিতা লিখতেন। ...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন