জ্বলন্ত রোদের তাপে
মৃত্যুঞ্জয় জানা
জ্বলন্ত রোদের তাপে
সাদা পিঠ তামাটে হয়ে যাচ্ছে-গেছে ৷
প্রতিটি কাস্তের প্যাঁচে পেটের মধ্যে বেড়ে উঠছে ভ্রুণ৷
মাথার উপর দিয়ে উড়ে যাচ্ছে যুদ্ধ বিমান
কাস্তে হাতে অন্ত:সত্ত্বা ঘুরে দেখে -
চোখ আর যানের দূরত্ব-উজ্জ্বলতায় ঈন্দ্রজালের মাথা ঘুরে যায় !
কাস্তে আবার প্যাঁচ খায়
জীবনের সার্কাসে ৷
পাস দিয়ে হেঁটে যায় বারোলাখি তেরোলাখি কর্মচারী!হতাশা....
দীর্ঘশ্বাস ফেলে কাস্তে হাতে
অন্ত:সত্ত্বা প্যাঁচ দেয় ধান গাছের গায়ে ৷৷
সুন্দর কবিতা
উত্তরমুছুন