মাটির প্রদীপ
হীরক বন্দ্যোপাধ্যায়
আমি ছিলাম মাটির প্রদীপ আর তুমি রোজ সন্ধ্যেবেলা তেল ঢেলে দিয়ে যেতে গায়ে
সলতে পাকাতে ,তুলসী তলাতেই
মানাতো বেশ,আমি জ্বলতে জ্বলতে বলতাম
অন্ধকার দূর হোক...আলো জ্বলুক ... আলো ...ঘরভর্তি আলো নিয়ে তুমি হ ও আলোর রোশনাই....
তোমার পেটে যেদিন সন্তান এলো
অফিস থেকে ফিরেই তোমার স্বামী আনন্দে আত্মহারা হয়ে কোলে তুলে নাচালো খুব
তুমি বল্লে করো কী,কেউ এসে পড়বে...
আসলে আমি সেদিন ই বুঝলাম
আলো সম্পর্কে শেষ কথা বলা হয় নি এখনো
এখন আর সলতে পাকাও না
তেল দিতে আসোনা
আর আসবেই বা কি করে, তুলসী তলাটায় তো নেই, সেখানে এখন ফ্ল্যাট বাড়ির বাথরুম
তোমার ও সময় কাটে টি ভি র পর্দায়
তবু তুমি মাঝে মাঝে বারান্দায় এসে দাড়াও
হাফিয়ে উঠলে কিংবা আকাশে
নিম্নচাপ হলে আর এদিকে ওদিকে চোখ ঘুরিয়ে
খোঁজো, আমি জানি তুমি কি চাইছো তখন
আলো,এক টুকরো আলো...কিন্তু সখি
তা কি আর সম্ভব ?সম্ভব না
কেন ? তুমি তাও জানো....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন