"আই-যুগ"-এর কবিতা
শব্দব্রাউজ- ২ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়া। বিপাশা আবাসন । ২২ । ১০। ২০২০। সময় সকাল ৮-২০। মনে মনে উঠে আসছে গতকাল আবাসনের ছাদে সান্ধ্যভ্রমণের সময় সহ আবাসিক দিলীপ দাসের একান্ত স্মৃতিচারণ । আজ মহা ষষ্ঠী।বাইরে বাজছে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনীর স্তোত্র পাঠ ।
শব্দসূত্র: সান্ধ্যভ্রমণ
সান্ধ্যভ্রমণ মানে এখন দিলীপবাবুর স্মৃতিচারণ । আমি শ্রোতা । কারনে অকারনে বিলি কেটে যায় ঘটন অঘটন তুচ্ছতা । সব স্মৃতি পায়চারি করে আবাসনের ছাদে । কোনদিন চাঁদ সাক্ষী, কোনদিন শুধু তারা । স্মৃতিচারণে উঠে আসে টালা পার্ক, কলেজ স্ট্রিট, দুর্গাপুর, খড়্গ পুর .... , যেন চলচ্চিত্র! সত্যি আশ্চর্যজনক দিলীপবাবু। সান্ধ্যভ্রমণের সঙ্গে উপরিপাওনা তাঁর শৈশব কৈশোর যৌবন দুঃখ অপ্রাপ্তি
তাঁর অনুপস্থিতি ছাদ ও আমি মিস করি । নিঃশব্দে কুটিকুটি হই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন