ফেলে আসা আমি
নিলয় মিত্র। কবিতা ।।এক।।
চোখের পাতায় ঘুম নেমে এলে
কালজানির মাথার উপরে
উঠতেন জেগে
চিত্রা ফাল্গুনী অনুরাধা
স্বাতী শতভিসা।
ঠাম্মার হবিস্যিঘরের পেছন
থেকে
গন্ধলেবুর গন্ধ ঝাঁপিয়ে পড়ত
উঠোনে ঘরে।
শুরু হতো কালজানির রাতের
সংসার,
ব্যাপারীদের ছই নৌকা আর
বৃহস্পতি রবিবার হাট নৌকার
রান্নার
ছোঁক ছাঁক শব্দ,জেলে ডিঙির
গীতিময় দ্যোতনা
জলযাত্রার নাবিকদের
ভাটিয়ালি ভাওয়াইয়া
বুক ধরে দিত টান,
উত্তরের মেঘ ভাসতে ভাসতে
সনচারিত হত প্রণয় নির্মাণে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন