কিছু বই কিছু কথা। নীলাঞ্জন কুমার
প্রেম অপ্রেমের কবিতা । সম্পাদক- বিশ্বনাথ ঘোষ । দুশো টাকা ।
জীবনে যেমন প্রেমের দিকটি বুঝি, তেমন অপ্রেমের দিকটি । এই সংকলনের আগে পয়সার এপিঠ ওপিঠ অবস্থানে দাঁড়িয়ে থাকা প্রেম অপ্রেমের সত্যটি নিয়ে, কোন সংকলনের পরিকল্পনা করা হয়েছে কিনা জানা নেই, কিন্তু তা সম্ভব হয়েছে কবি ও সম্পাদক বিশ্বনাথ ঘোষের সম্পাদনায় ' প্রেম অপ্রেমের কবিতা 'সংকলনের ভেতর দিয়ে । সংকলনটির আরো অভিনবত্ব এই, এতে আমরা পাই বিশিষ্ট সাংবাদিক বিবেকানন্দ মুখোপাধ্যায় ও সাহিত্যিক শিবরাম চক্রবর্তীর কবিতা , যা প্রায় দুষ্প্রাপ্য হয়ে উঠেছে । এই গ্রন্থটির আরো বিশেষতঃ তা একই কবির প্রেম অপ্রেম
দু রকমের কবিতা সংকলনের মধ্যে দিয়ে ফুটে ওঠে । যার ভেতর পাই কবি আলোক সরকারের প্রেমের উচ্চারণ: ' মেঘ হ'লো বেদনা, এনেছো হীরা, অশ্রুজল , আর একবার যাবো? / দেখবো গোলাপ ফুল ফুটে আছে, মালতীলতার অনায়াস ।' ( অস্বীকার) , আবার তাঁর কবিতাতে অপ্রেমের আভাস পাই ' ম্লান, জ্যোৎস্না , বিবর্ণ নীরব দেখি, শব্দিত অন্তর -/ ঘরের দেওয়ালে রুগ্ন মোমবাতি জ্বলে, আলো ভয়ার্ত বাদামী।'
( 'স্বর্গ কোনদিকে ভাবি ')। কবি মতি মুখোপাধ্যায়ের অনবদ্য এক উচ্চারণ : ' ভাবো খুব জল, না- যদি গেলাম অতটা দূর/ তুমি কি আসবে জল সিঁড়ি ভেঙে হৃদয় -পুর । ' ('হৃদয়পুর') মতো প্রাণবন্ত কবিতার ভেতর দিয়ে ।
এবাদেও সংকলনটির ভেতর পাই প্রবীণ কবিদের মধ্যে তুষার রায়, সুধেন্দু মল্লিক , দীপেন রায়, কমল তরফদার, শম্ভু ভট্টাচার্য, আল মাহমুদ, বিশ্বনাথ ঘোষ সহ আরো কিছু নতুন প্রজন্মের কবিকে ,যেমন বিভাস রায়চৌধুরী , নীলাঞ্জন মুখোপাধ্যায়, তারাপ্রসাদ সাঁতরা, সুভাষ হালদার, হরিৎ বন্দ্যোপাধ্যায় প্রমুখের উল্লেখযোগ্য উচ্চারণে। নিঃসঙ্কোচে বলা যায়, সংকলনের মধ্যে বাংলা কবিতাচর্চার একটি ধারাবাহিক ইতিহাসের ধারা তুলে ধরা হয়েছে । প্রচ্ছদকারের নামহীন প্রচ্ছদে ভাবনা সুন্দর , তবে ফাঁকা জায়গা ভরাটের চিন্তা রাখার প্রয়োজন ছিল ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন