রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

একটা চিঠি || নিলয় মিত্র || কবিতা

 একটা চিঠি

নিলয় মিত্র





খুব জানতে ইচ্ছে হচ্ছে

কোথায়,কেমন আছ তুমি

ঘোলাটে ছবির মতো সময়টা,

শুধু বেঁচে বর্তে থাকা।


ভেবেছি অনেকবার কেমন হয়

যদি একবার,আর একবার 

               দেখা হয়ে যায়

এই বাংলার কোন আঙিনায়

কালজানির দিন,যুবতী মুখ

             ফিরে পাওয়া যায়।

তোমার সেতারের সুর ঠোঁটের

                      কম্পন

আঙুলের সঞ্চারমান 

           চঞ্চলতায় সময় হারায়


বয়সের দীর্ঘ ছায়া পরে গেল

পাতা খসে পড়ার দিন।

বুকের ভিতরেমোচড়ানো কষ্ট

চোখের জলে ভেজা বাদামি

           একটা মুখ দেখি


বহু বছর রোদে পুড়েছি জলে 

             ভিজেছি

তবু, কিজানি,কেন ভুলতে...


চিঠিটা পাবে কিনা যানিনা

পেলে.....।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...