শব্দব্রাউজ ১৭ । নীলাঞ্জন কুমার
তেঘরিয়ার বিপাশা আবাসন । ১২। ১১। ২০২০ সকাল ঠিক ১০টা । টুকটাক সাংসারিক কাজকর্ম । গিন্নির সঙ্গে পার্থিব বিষয়সূচি সেরে তারপর নিজস্ব জগতে । কিন্তু ভেতরে ভেতরে অবিরাম পার্থিব বিষয়সূচির সুর ....
শব্দসূত্র : অবিরাম বিষয়সূচি
ঘুম থেকে ওঠা , দাঁত মাজা, জলখাবার খাওয়া, হাটবাজার ইত্যাদি অবিরাম বিষয়ের সামনে দাঁড়িয়ে বুঝতে পারি সময় কতখানি নিষ্ঠুর । মুঠো ভরা বালির মতো কোথা থেকে কেমন অদৃশ্য হয়ে যায় । আজকালপরশু ক্রমশ গপ্পো হতে হতে বিস্মৃতির অতলে । ক্রমাগত ইতিহাসের সামনে দাঁড়িয়ে বুঝতে পারি কি করে ক্ষয়ে যাচ্ছি । ক্ষয়ে যাচ্ছে এক এক করে সমূহ সূর্য, পৃথিবী , কথা, বিষয় । প্রাচীন থেকে তরুণ সব এক চক্রে !
বিষয়সূচি ক্রমাগত পাল্টাতে থাকে ।এক বিষয়ের পর আর এক বিষয় কি করে ছুটে আসে বুঝে উঠতে উঠতেই আরেক বিষয় । পাটিগণিতের পর বীজগণিত তারপর ত্রিকোণমিতি এভাবে জটিল থেকে জটিলতর অবস্থায় পোঁছোতে পৌঁছোতেসময় শেষ ! বুক পকেটে হাত রাখলে ধুকপুকুনির অনুভব বোঝায় অসহায়তা । মৃত্যুও বিষয়, তা নিয়ে চিন্তা হয়, কান্না আসে, কেমন করে গড়ে ওঠে হাহাকার ....। তবু বিষয়সূচি এগোয়। সময় এগোয় । ঘটনা এগোয় । কক্ষপথে ছুটি সবাই নিজের মতো করে ....
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন