বুধবার, ১৮ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১৮ ।। নীলাঞ্জন কুমার ।। '' আই-যুগ''-এর কবিতা

 শব্দব্রাউজ ১৮ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন । ১৩। ১১। ২০২০ সকাল ১০ টা । কাল কালী পুজো । স্ত্রী র মোবাইলে বাজছে শ্যামা সঙ্গীত ।


শব্দসূত্র: ধর্মাধর্ম  সংহিতা


ধর্ম মানে যদি ধারন হয় তবে তা সব কাজের মধ্যে ধরা পড়বে । জাতপাত দিয়ে যে ধর্ম মাপি তাতে কলুষ হত্যা,  রেষারেষি , ব্যবসাপাতি ইত্যাদি থাকলেও শান্তি কোথায়?  গোঁড়ামির ভেতরে যে ডগমা ছুঁয়ে থাকে তার সামনে দাঁড়াতে ভয় হয় । অথচ ঈশ্বরের সামনে কত সহজে যাওয়া যায়!  বিকেলের আজান আর শঙ্খধ্বনি মিলে গেলে যে সুর,  তা কোন রাগে বয়ে যায় ? ওস্তাদের গমক কিংবা লয়কারির কথা তখন মনে আসে না।


অথচ  ধর্মের ভেতরে কত অধর্ম । জ্ঞানপাপী হয়ে সেসব নিয়ে বয়ে চলি । সকালের কাগজে হাজারো অবাঞ্ছিত কোলাহলে তালগোল হয়ে যায় সব । সন্ধ্যার টক শো দেখি অভ্যাসমতো । অভ্যাসে মিলায় গতানুগতিকতা , যা আমরা ভালোবাসি নিরুত্তাপ হয়ে ।


সংহিতার ভেতর দিয়ে সংহত হওয়ার কথা উঁকি দেয় । আমাদের ব্যঙ্গ করে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...