কিছু বই কিছু কথা ১৯৬ নীলাঞ্জন কুমার
নদী চল মন মোহানায় । প্রভন্ঞ্জন হালদার । সাংস্কৃতিক খবর । কুড়ি টাকা ।
পত্র পত্রিকায় যাদের কবিতা বেশি পাওয়া যায় না, অথচ ভেতরে গভীর তন্ময়তা নিয়ে যারা সন্ধান করেন কবিতা, তাঁদের এক বিশেষ শক্তি আছে বলে মনে করি । গাঢ় ও অন্তরঙ্গভাবে মিশে যাবার পংক্তিকণা আমাদের ভাবিয়ে ছাড়ে যে তারা অবশ্যই কবি । যখন পাই কবি প্রভন্ঞ্জন হালদার এর পকেট বুক ' নদী চল মন মোহানায় ' কাব্যগ্রন্থের ভেতর:' ঘুমের ভেতর স্বপ্ন ঘুমের ভেতর জাগরণ/ তবু ধারণ করেছো তারে সন্ঞ্চিত শিকড়ে! ' ( ' জলের স্বপ্নে '), ' অনাহার বন্যা মহামারী/ এখানে কি বুদ্ধ হাসে ইচ্ছের প্রদীপে? '( 'প্রত্নমহিমা ' ) -র কিছু কবিতা পংক্তির ভেতর । যদিও সার্বিকভাবে তাঁর কবিতা পড়লে এই শতকের ভাষা ও শব্দচয়নের দিক থেকে পিছিয়ে থাকা মনে হলেও । তবে অনুভবের ক্ষেত্রে পরিণত ।
কবির কবিতা নির্বাচনের ক্ষেত্রে কিছু সংযত হলে বইটির প্রকাশকালের ( ২০১০) সময় অন্তত যে স্মার্টনেস কবিতায় দেখা গিয়েছে শব্দের ক্ষেত্রে, তা এ বইটির ক্ষেত্রে পাঠককুল আশা করতেই পারেন । অথচ তিনি অবলীলায় লিখে চলেন: ' ধমনীতে প্রবাহিত রক্ত রসধারা/ ক্রোধ নেই বিরাগ বিহীন/ বরং একাকী দগ্ধবনে - / মিহিন জ্যোৎস্নায় জাগে অনিঃশেষ প্রেম । ' ( বৃক্ষ প্রাণহীন নয় ) , ' আমার এই সর্বগ্রাহ্য অগ্নি প্রবণতা/ ভালবাসার অগ্নিদাহে নিমগ্ন দুঠোঁট '( ' অনন্ত শয়নে ') র মতো উচ্চারণ । বইটির নামকরণও প্রাচীনত্বের দিকে নিয়ে যায় । অর্ণব হালদারের প্রচ্ছদও তার সঙ্গী ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন