সাধক রামপ্রসাদ ছবির শুভমুক্তি
নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর, ১৩ নভেম্বর: আজ বিকেলে মেদিনীপুর শহরের ঐতিহ্যমণ্ডিত "মেদিনীপুর ফিল্ম সোসাইটি" প্রেক্ষাগৃৃৃহে শুভমুক্তি হল একটি ছোটো ছবির ৷ ইন্দ্রদীপ সিনহা প্রযোজিত সিনেমাটির নাম "সাধক রামপ্রসাদ" ৷ রবীন্দ্র নিলয়ের সম্পাদক লক্ষণচন্দ্র ওঝা মহাশয়ের ক্লিকে হয় এই শুভ উদ্বোধন ৷ শিল্পী ও কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন ফিল্ম সোসাইটির পক্ষ থেকে সিদ্ধার্থ সাঁতরা ৷ উপস্থিত ছিলেন আই-সোসাইটির সম্পাদক সৌমিত্র রায়, কবি মৃৃৃৃৃৃত্যুঞ্জয় জানা প্রমুখ ৷ বক্তব্য রাখেন ছবির পরিচালক শ্রীকান্ত ভট্টাচার্য এবং অভিনেতাদের পক্ষে অরুণ দাস ৷ মধুমন্তি ঘোষাল দীপান্বিতা জানা অরবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ অভিনেতা অভিনেত্রীদের উপস্থিতি অনুষ্ঠানটি অনবদ্য হয়ে ওঠে ৷ ছিল নৃৃৃত্য আবৃৃৃত্তি সঙ্গীত পরিবেশনা প্রভৃৃৃতি ৷ ছবিটির কারিগরি পরিচালক তাপস জানার দক্ষ পরিবেশনায় শহর উপহার পেল ভক্তিযোগের এক সুন্দর পরিবেশনা ৷ ধন্যবাদ জানান প্রযোজক ইন্দ্রদীপ সিনহা এবং প্রকল্পটির ব্যবস্থাপক শান্তনু পাণ্ডা ৷
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন