সোমবার, ১৬ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ১৬ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ  ১৬ ।  নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন । ১১।১১। ২০২০ সকাল ১০-৫০ মিনিট । ছুটে আসছে আগুন কথা । তার থেকে পোড়া । পোড়ার হরেক ব্যাখ্যা সামনে ।


শব্দসূত্র  :  পুড়ছি, শুধু পুড়ছি


পুড়ছি,  আমি পুড়ছি বলে আজ এখানে । পোড়ার বেশ মজা,  প্রথমে জ্বালা তারপর নেশায় মজে যাই । ফলে মরন অবধি পোড়ার তপস্যায় ঢুকে গিয়ে নিজেকে খোঁজার চেষ্টা । কে গুরুত্ব দেবে কে দেবে না তার জন্যে বসে নেই , তাই পোড়ার ভেতরের যন্ত্রণা সব তপস্যার ভেতরে ঢুকে পড়ে । তাতে অভিজ্ঞতা বাড়ে,  নিঃশব্দে খেলাধূলা করে গভীর তত্ত্বকথা ।তা কাকেও বোঝানোর দায় আমার নেই ।সেখানে আমি আমিই, খুব বৃহৎ
আমি ।
               শুধু পুড়ছি ,  তবু পোড়ার পর আগুন নেভে ।তাকে জ্বালিয়ে রাখতে হয় ক্রমাগত । তার জন্য জ্ঞান লাগে । বুদ্ধি লাগে । বিবেচনা লাগে । সময় লাগে । ধৈর্য লাগে । সব ছেড়েছুড়ে  দিলে আপাত সুখ যেন সসীমে বন্দি ।অসীমেরপথ ডাকে আয় ... আয় ।
          পুড়ছি এখন অসীমে লংড্রাইভ  জন্য । পৃথিবী নয়, লক্ষ্য নিদেন পক্ষে ছায়াপথ ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...