দুই কবি
অঙ্গনা কর্মকার
মনের সব ঝড় এক।
সেগুলো বারান্দায় এসে দাঁড়ায় না।
হেঁটে চলে আপন পথে।
পথ প্রশস্ত নেই আর
পথ বিশ্রামহীন।
সেই পথে তুমি আর আমি
দুই কবি...
সম্পাদক~ সৌমিত্র রায় ৷ প্রকাশক~ আই-সোসাইটির পক্ষে অনিন্দিতা রায় ৷ মুঠোফোন~ ৯৩৩২৪৪৩২৭২ ৷ ই-মেল: info@isociety.co.in
কিছু বই কিছু কথা ২৮৮। নীলাঞ্জন কুমার একশ কবির কবিতা । সৌমেন সাউ সম্পাদিত । পরিবেশক: বুকমার্ক । পঁয়ত্রিশ টাকা । কবি ও সম্পাদক সৌমেন সাউ তাঁর...
ভাল।
উত্তর দিনমুছুন