পুরনো গরিমা
ফটিক চৌধুরী
আমরা ভুলে যাই সেই সব
পুরনো গরিমা
ভুলতে তো কোন বাধা নেই
ধূসর ধুলোর প্রলেপ কে আর
সরিয়ে দেখে !
শৈশব কেটেছে ধুলোবালিতে
সারা গায়ে মেখে
কী নির্বিকার !
এখন নেই সেই ধুলোর গরিমা
সযতনে এড়িয়ে চলি, অথচ
মনের ভেতরে জমেছে যে পলি
তার উর্বরতা নিয়ে কত কথা বলি
অথচ এই পলিই গড়েছে সভ্যতা
অথচ সেই সভ্যতা আজ সর্বনাশ।
আমরা ভুলে যাই সেই সব
পুরনো গরিমা
ধূসর ধুলোর কথা কে আর মনে রাখে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন