সোমবার, ২৩ নভেম্বর, ২০২০

শব্দব্রাউজ ২৩ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ২৩  ।  নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন ২০।১১।২০২০ সকাল  ৮-১৫ মিনিট । মুখোমুখি দেখার সঙ্গে ভার্চুয়াল দেখার সম্পর্ক পার্থক্য নিয়ে ভাবনা চলছে । আজ নির্মেঘ নির্জন পরিবেশ । গোছাতে পারছি ভাবনাগুলো ।



শব্দসূত্র -  ভার্চুয়াল অবয়বের ভেতর


ভার্চুয়ালি যা আসে তার ভেতর অনন্ত উপলব্ধি আসে না । ভার্চুয়াল পদ্ধতি যা দেখায় তাই দেখি বলে অতৃপ্তি চারায় । যেন অন্যের আনুগত্যে দেখাশোনা । দেখার মুক্তি কেবল বাস্তবে বলে আকুলি বিকুলি করে সব কিছু দেখার তাগিদে । দেখার পর সমস্ত নিউরোন যখন স্পর্শ করতে লালায়িত তখনও  বাস্তব প্রয়োজন । ভেতরে ভেতরে বড় কষ্ট , কাকে বোঝাই ...


যন্ত্র কিভাবে চোকাবে মানুষের সামগ্রিক অবয়ব ? কৃত্রিমতার ভেতর দিয়ে আক্ষেপ ছুটে আসে । যন্ত্র বুঝি সত্যিই যন্ত্রণা বয়ে আনে । সুইচ বন্ধ করলেই একরাশ অন্ধকার চোখের সামনে । অবয়বের স্বাদ মেটাতে মুখোমুখি দেখার আগ্রহ ছুটিয়ে মারে । প্রেমহীন , স্বাদগন্ধহীন এক তুচ্ছ যন্ত্র অবয়ব চেনায়,  কি হাস্যকর!


ভেতরে ভেতরে ভাঙচুর করি ভার্চুয়াল জীবনের বাইরে যেতে । তবু ভার্চুয়াল জড়ায় কি করে! যন্ত্র স্বাদে অভ্যস্ত হই । যন্ত্র সময়ে মিশে যাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...