হার্ট প্ল্যান্ট
পার্থ সারথি চক্রবর্তী
আমার কোন সাজানো বাগান নেই।
শুধু আছে হৃদয়ভূমিতে জন্মানো কিছু-
নামহীন অজানা গাছ।
যেগুলোকে আমি আগাছা বলি না,
বা পরগাছাও বলি না, বরং
আগলে রাখি পরম যত্নে।
তুমি আসার সঙ্গে যে ঝোড়ো হাওয়া
নিয়ে আস সাথে ক'রে, তাতে দুলে উঠলেও
উপড়ে যায় না কিছুতেই ।
আমার কাছে ওরাই যে মহার্ঘ্য, দুষ্প্রাপ্য
কিছুতেই হারিয়ে যেতে দিইনা তাদের
ভাবছি,হার্ট প্ল্যান্ট নাম দেব ওদের।
শুভেচ্ছা দৈনিক বাংলা কে
উত্তরমুছুন