বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০

জোনাকিরা বেড়াতে যাবে || গোপেশ রায় || আজকের কবিতা৷


জোনাকিরা বেড়াতে যাবে

গোপেশ রায়



জোনাকিরা বেড়াতে যাবে পাহাড় চূড়ায়

বৃষ্টি নামলে মোমবাতি জ্বালাবে বাবুই

নিজের বাসায়, রাত্রি যাপন !


চড়াই ডাকে কেন কিচির মিচির

ঘরেতে দানা নেই খেয়ে যায় আদুরি

 পায়রার দল ছড়ানো রেশন !


টিয়ারা হারিয়ে গেছে কতো, বিষমাখা

লাল লংকা ক্ষেতে বসেছিল, এই অপরাধে

গিয়েছে জীবন, করোনা যখন !


ঐ ধ্রুবতারা জানে, সব সত্য গোপন ছিল

রাধানাথ মনে প্রেম ছিল এখন আর কিছু নাই

শুধু যাবার বেলায় কাঁদেন একা 

নিঃস্ব ভগবান !


তাকেওতো যেতে হলো মুষল আঘাত ....



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...