শব্দব্রাউজ ৩১। নীলাঞ্জন কুমার
বিপাশা আবাসন তেঘরিয়ার তিন তলার ফ্ল্যাট, ৩০। ১১। ২০২০ সকাল সাড়ে দশটা । সাধারণ জনজীবন । তবে কলম কিছু ব্যতিক্রমী দিতে চায় । প্রতিদিন? কেন?
শব্দসূত্র : কালি কলম মন
কালি কলম কেনা যায় । কিন্তু মন? তারজন্য যে হরেক সাধনা করতে হয় । মন যে অনুঘটক, তালে তাল না মিললে সব শেষ । মন সব দেখে, চাখে, গন্ধ নেয় । পন্ঞ্চভূতে বিলীন হবার আগে পর্যন্ত মনকে কি কোন স্রষ্টা বসিয়ে রাখতে পারে নির্জীব করে? যন্ত্রণা থেকে বেরিয়ে আসা সূষ্টিকণা বেহিসেবি জীবন খুঁজে নেয় । যে কলম ধরতেই ভালোবাসে , সে কলমের কালি ঠিক জুটে যায় । ' মোর মন আনমন কেন জানি না ' সলিল চৌধুরী সে কারণে লিখতে পারেন । হাজারো কাগজ কলমে অগুনতি কাটাকুটি খেলে যখন প্রকৃত সৃষ্টি গড়ে ওঠে, তখন নিজেকে নিজেই বলি- 'আমি আছি ' । ভেতরে ভেতরে সে পাঠককে আমন্ত্রণ করে, পাঠক আড়ি পেতে শুনে সে নির্যাস মেখে নেয় মনে । তখন দুজন দুজনকে আলিঙ্গনে কোন বাধা নেই ।
মন নিয়ে অনেক কথা গান কবিতা । মন যাকে ছুঁড়ে ফেলে তাকে কুড়িয়ে নিতে চায় না । মনকে শান্তি কি কেউ দিতে পারে? কখনও? কোনোভাবে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন