রবিবার, ১৩ ডিসেম্বর, ২০২০

স্মৃতির ভেতরে বৃষ্টি || বিপ্লব মাজী || কবিতা

স্মৃতির ভেতরে বৃষ্টি 

বিপ্লব  মাজী 



পৃথিবীর একটি গাছের নিচে

                     কবিতার বৃষ্টিতে ভিজছিলাম।

ভিজতে ভিজতে 

                         কখন পালতোলা নৌকো 

ভেসে চলেছি খরস্রোত নদীতে 

বুঝতে পারি নি। 

স্মৃতিতে ভেসে এলো 

অ্যামাজন অরণ্যের বৃষ্টি আর 

নদীপথে 

              হারিয়ে যাওয়ার কথা। 

প্রাগৈতিহাসিক প্রাণী একটি কুমির 

দেখা দিয়েই জলের গভীরে হারিয়ে গেল ।

কুমিরটিকে আজও 

                 মাঝে মাঝে স্বপ্নে দেখি! 

আকাশ থেকে বৃষ্টি নেমে এলেই দেখি :

অ্যামাজন নদী 

আজও বয়ে চলেছে বুকের গভীরে

যেন পূর্বজন্মের স্মৃতি। 

কিন্তু এই পথপরিক্রমার কোথাও 

তোমাকে দেখলাম না 

যদিও তুমি আছো। 

এ কাহিনীর কোন বিন্দুতে তুমি দাঁড়িয়ে আছো? 

জানি না। 

গোয়েন্দার মতো তোমাকে খুঁজছি

আর ডায়েরিতে নোট নিচ্ছি । 

বৃষ্টি এলেই অতীতের কতকিছু ফিরে আসে... 


#:#

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...