শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫৪ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৪ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা


তেঘরিয়ার বিপাশা আবাসন ২৪। ১২। ২০২০ সকাল আটটা পঁচিশ । পৃথিবীর অনেক শব্দ অন্বেষণ করছিলাম । আসলে জুড়ে যাচ্ছিলাম পৃথিবীর সঙ্গে । পৃথিবীর নিয়মের সঙ্গে মেলানোর চেষ্টা করছিলাম ।
'পৃথিবী , তাকিয়ে দেখো ' সেখান থেকে শুরু ।



শব্দসূত্র  : পৃথিবী তাকিয়ে দেখো



পৃথিবী নামক গ্রহের ভেতরে যে সব কর্মকান্ড,  তার সঙ্গে নিজেকে মিশিয়ে থাকাথাকি , তাকে ভালোবাসা এখন অভ্যাসে । যদি গ্যালাক্সিতে লংড্রাইভ করতে পারতাম! যদি সেই লোকচক্ষুর আড়ালের সাংগ্রিলা ঘাটিতে গিয়ে সূর্যবিজ্ঞান শিখতে পারতাম ! যদি মানস সরোবর পেরিয়ে কৈলাস পর্বতে উঠে শিবের কাছে বসতে পারতাম!  এসব অসম্ভব কার্যক্রম আমার ভেতরে কেন আসে? কেন ডাবের ভেতর এক কঠোর আধারে প্রাণস্পর্শী জল বাসা বাঁধে? পৃথিবীর ভেতরে কত লৌকিক অলৌকিক! মন পৃথিবী পেরলেও শরীর জড়িয়ে থাকে পৃথিবীর এক ছোট্ট কোণায় । এই ভবিতব্য,  এই মায়া ....


তাকিয়ে থাকি ভবিষ্যতের দিকে । হইহই করে সমস্ত মুহূর্ত ইতিহাস হয়ে উঠলে ভবিষ্যতের  মানুষ তাই নিয়ে চর্চায় কাটায় । তাকিয়ে থাকি অনাগত সমৃদ্ধির আশায় । তাকিয়ে থাকি আকাঙ্ক্ষা নিয়ে ।


দেখো শৈশব কৈশোর যৌবন বার্ধক্য । দেখো সারা জীবন নিজেকে পাল্টানোর খেলা । ঘটনা জুড়ে জুড়ে স্মৃতি সাজাই । দেখো,  দর্শনে এসো ....

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...