শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ব্যক্তিত্ব ||কবি ও সম্পাদক অনিক ইসলাম || দৈনিক বাংলা ডেস্ক

ব্যক্তিত্ব ||কবি ও সম্পাদক অনিক ইসলাম



জন্ম রাজশাহিতে ৩ ডিসেম্বর সম্ভ্রন্ত পরিবারে। পিতা মো. মাজিরুল ইসলাম ও মা সুফিয়া বেগম। শৈশব থেকেই শিল্পের প্রতি আসক্তিটা প্রবল। সৃষ্টির উম্মাদনায় ছোটে সারাক্ষণ। অনেক চড়াই উৎড়ায় পেরিয়ে এগিয়ে চলেছেন মুক্তিযুদ্ধ অঙ্গনের পথ ধরে। ২০০০ সালের প্রথম থেকেই প্রবন্ধ ও কবিতা লেখা শুরু। ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেন।  এছাড়াও ২০০৩-২০০৮ সাল ভোরের কাগজে মেলা প্রতিবেদক হিসাবে কাজ করেন।   তাঁর সম্পাদনায় ছোটকাগজ 'প্রজন্ম'এর ৫০ টির অধিক সংখ্যা এবং বাওই এর তৃতীয় সংখ্যা প্রকাশের অপেক্ষায় আছে। তার একক বইযের মধ্যে উল্লেখযোগ্য,  উপন্যাস- জলঘর, কাব্যগ্রন্থ- বৃত্ত, কবিতার শিরোনাম : বাংলাদেশ প্রভৃতি। মোট বই সংখ্যা ২১ টি।  গবেষণা, কবিতা, সংগঠক ও সাংবাদিকতায় সম্মাননা ও পুরস্কার পেযেছেন ২১টি। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব হিসাবে আছেন।

1 টি মন্তব্য:

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...