অনিক ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
অনিক ইসলাম লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫

আকাশের বুক চিরে ।। অনিক ইসলাম ।। কবিতা, বাংলাদেশ, Anik Islam

আকাশের বুক চিরে

অনিক ইসলাম




নীল আকাশের বুক চিরে

রক্তাক্ত জামা পড়া ক্রন্দনরত 

শিশুর মতো ভালোবাসার আকুতি

তোমার দিনগুলো ফিরে ফিরে

তোমার পথ দেখে।

কেনো জানি আকাশ বলে

ভালোবাসা-- আমি মিথ্যা বলেছি

তোমার মৃত্যু হয়েছে!

তবুও আমি তোমাকে 

হ্যাঁ, তোমাকেই ভালোবেসেছি,

একটু সময়ের অপেক্ষা 

একদিন তোমার বুকেই ফিরবো

ঠিক যেমন দুজনে বাঁচতে চেয়েছি।

বুধবার, ২০ জানুয়ারী, ২০২১

প্রেম || অনিক ইসলাম || আজকের কবিতা

প্রেম

অনিক ইসলাম



অন্তর, রক্ত, চেতনা, ভালোবাসার

সবগুলো ইন্দ্রিয়, জীবনের শেষ পর্যন্ত

মনের সবগুলো জানালায় শুধুই--

একজনের জন্য অন্তকালের অপেক্ষা,

শরীরের প্রতিটা রক্তের বিন্দু, হৃদয়ের প্রতিটা কম্পন,

পৃথিবীর ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস বা মানুষের তৈরী

সববাঁধা অতিক্রম- প্রতীজ্ঞায় অটুট

ভালোবাসার চেতনায় মগ্ন

বিশ্বাসের অটল পাহাড়।




বুধবার, ৩০ ডিসেম্বর, ২০২০

দুটি কবিতা || অনিক ইসলাম || আজকের কবিতা

দুটি কবিতা

অনিক ইসলাম




প্রেম


অন্তর, রক্ত, চেতনা, ভালোবাসার

সবগুলো ইন্দ্রিয়, জীবনের শেষ পর্যন্ত

মনের সবগুলো জানালায় শুধুই--

একজনের জন্য অন্তকালের অপেক্ষা,

শরীরের প্রতিটা রক্তের বিন্দু, হৃদয়ের প্রতিটা কম্পন,

পৃথিবীর ঝড়, বৃষ্টি, জলোচ্ছ্বাস বা মানুষের তৈরী

সববাঁধা অতিক্রম- প্রতীজ্ঞায় অটুট

ভালোবাসার চেতনায় মগ্ন

বিশ্বাসের অটল পাহাড়।



তারার মেলা


চারিদিকে অন্ধকার নিঝুম রাত

আকাশে তারার মেলা,

আমি অপলক দৃষ্টিতে তাকিয়ে,

নির্বাক হয়ে দেখছি--একটি একটি করে তাঁরা

আকাশ থেকে ছিটকে পড়ছে মাটিতে।

শুধু একটি তারা জ্বলজ্বল করে দীপ্তি ছড়াচ্ছে,

আমি সেই তাঁরাকে চিনি, কিন্ত চেনাতে চাইনা,

যদি কেউ ঐ তাঁরা খুলে ফেলে, তাহলে--

আমি হারাবো আমার প্রকৃতি।

শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

ব্যক্তিত্ব ||কবি ও সম্পাদক অনিক ইসলাম || দৈনিক বাংলা ডেস্ক

ব্যক্তিত্ব ||কবি ও সম্পাদক অনিক ইসলাম



জন্ম রাজশাহিতে ৩ ডিসেম্বর সম্ভ্রন্ত পরিবারে। পিতা মো. মাজিরুল ইসলাম ও মা সুফিয়া বেগম। শৈশব থেকেই শিল্পের প্রতি আসক্তিটা প্রবল। সৃষ্টির উম্মাদনায় ছোটে সারাক্ষণ। অনেক চড়াই উৎড়ায় পেরিয়ে এগিয়ে চলেছেন মুক্তিযুদ্ধ অঙ্গনের পথ ধরে। ২০০০ সালের প্রথম থেকেই প্রবন্ধ ও কবিতা লেখা শুরু। ২০০২ সাল থেকে ২০০৩ সাল পর্যন্ত বিভিন্ন আঞ্চলিক পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসাবে কাজ করেন।  এছাড়াও ২০০৩-২০০৮ সাল ভোরের কাগজে মেলা প্রতিবেদক হিসাবে কাজ করেন।   তাঁর সম্পাদনায় ছোটকাগজ 'প্রজন্ম'এর ৫০ টির অধিক সংখ্যা এবং বাওই এর তৃতীয় সংখ্যা প্রকাশের অপেক্ষায় আছে। তার একক বইযের মধ্যে উল্লেখযোগ্য,  উপন্যাস- জলঘর, কাব্যগ্রন্থ- বৃত্ত, কবিতার শিরোনাম : বাংলাদেশ প্রভৃতি। মোট বই সংখ্যা ২১ টি।  গবেষণা, কবিতা, সংগঠক ও সাংবাদিকতায় সম্মাননা ও পুরস্কার পেযেছেন ২১টি। বর্তমানে তিনি বাংলাদেশ কৃষক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব হিসাবে আছেন।

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...