চ্যাটমোড লিখনশৈলীতে লেখা কবিতা-২৪
সৌমিত্র রায়
"আই-যুগ"-এর কবিতা
মেদিনীপুর ; ২৮-১২-২০২০ ; সকাল ৮:২০ ; রোদ ৷ শীত সকালের ৷ যোগচর্চায় ঘামের প্রয়োজনীয়তা বোঝাচ্ছে ৷৷ বিমর্ষ ফুলে ৷ আলতো আদর ৷ রোদের ৷ বলছে ৷ জেগে থাকো ৷৷ সতেজ ফুলপাতায় ৷ মেতে আছে ৷ নিজের মতো খেলায় ৷৷ লেপ ৷ আর তোমরা ৷ স্বপ্নের ভেতর ৷৷ বিছানা ছাড়লেই ৷ সংবাদ আর বীভৎসতাতেই ৷ মগ্ন ৷৷ সূর্য ৷ একা ৷ একা একা ৷ তোমাদের চারপাশ ৷৷ এতো শক্তি নিয়ে জাগছে ৷ বিশ্রামে যাচ্ছে ৷ সন্ধ্যা হলেই ৷৷ মনোরম সন্ধ্যায় ৷ চায়ের আড্ডায় ৷ চা খাচ্ছো ৷ চা খাচ্ছো ৷ মগ্ন আছো সংবাদচর্চায় ৷৷ সূর্য বলছে ৷ জেগে থাকা বলছে ৷ আমাদের লাইক কম ৷ লাইক ভীষণ কম ৷ তবুও নির্বিকার রোদ ৷ শীত শীত হাওয়া ৷৷ আহা প্রাণায়াম ৷ সকাল নামের ফোটা ফুলের ৷ সুবাস দাও ৷ আরো ৷৷ আমি গ্রহণে সক্ষম ৷৷ || আনন্দ ||
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন