সোমবার, ২৮ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৫৭ || নীলাঞ্জন কুমার | "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৫৭ || নীলাঞ্জন কুমার 

                        | "আই-যুগ"-এর কবিতা



তেঘরিয়ার বিপাশা আবাসন ২৭। ১২। ২০২০ সকাল আটটা পন্ঞ্চাশ । প্রহরের পর প্রহর কাটিয়ে দেওয়ার মতো রেনু রেনু প্রেম এখন কোথায়?  সব প্রেম আইফোন,  ওয়াইফাই কিংবা নেটের মধ্যে । প্রাচুর্য কি অনুভূতিকে ভোঁতা করে দেয় , আবেগকে পাখা মেলে উড়তে বাধা দেয় । কিন্তু আমার তো তেমন হয় না !




শব্দসূত্র : তোমার জন্যে অনেক প্রহর




তোমার জন্যে সারা ভোর আধো ঘুম আধো জাগরণে অবর্ণনীয় ভালোবাসা । তোমার জন্যে হাজারো আদর কৌশল বড় কম মনে হয় । তোমার জন্যে সমস্ত উদ্দাম অবস্থার কাছে আমার যৌন তেজ খাটো হয়ে যায় । পৃথিবীর সব প্যাশন একত্র করেও যোগ্য হওয়ার পথ খুঁজে পাই না। ৮৪ লক্ষ জন্মের পরেও  আমি বুঝিনা কারোর মন । তবু  আবেগীয় মুহূর্ত তোমার জন্যে লালায়িত । সব কিছুর ভেতরে তোমাকে চাওয়ার যে
প্রবণতা,  শেষ দিন অবধি জেগে থাকবে কি?  হা হা ...


অনেক দিন এভাবে নিজেকে দেখিনি । এভাবে হ্যাঁ এভাবেই আবেগ ডানা মেলুক । প্রাণনা দিয়ে চাই ।


প্রহরের পর প্রহর নিঃসঙ্গ থাকলে কোথা থেকে প্রেম ছুটে আসে । মনে তখন অবুঝ সান্নিধ্য । প্রহরের পর প্রহর কাটে আপন তালে । আমি আমার মতো ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...