বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

মৃত্যু সম্পর্কিত দিবাস্বপ্নের রেলিং || আমিনুল ইসলাম || কবিতা

মৃত্যু সম্পর্কিত দিবাস্বপ্নের রেলিং 

আমিনুল ইসলাম 




কাঁটা এফোঁড় ওফোঁড় 

ব্যথা ডাউনলোড হয়ে 

আসছে পাঁজর 


পাঁজি দেখেন ডাক্তার 

ঠান্ডা উলুধ্বনি 

স্রোত সম্পর্কিত ক্যামেরায়

হেলান দিচ্ছে 


নৌকা এলিমিনেট করার নয়

অপারেশন ইজ গোয়িং অন

১টি পাখির শীষ দূরবীন আঁকছে 

স্কুইরাল হেয়ার 

মোলায়েম স্পর্শ মেখে তুলি

ব্রাউজ করছে কিছু 

টেরাকোটা স্বপ্নের দালান 


লাল রঙের মাটি কাঁকর 

এতএব লালমাটি = লাল মাটির দেশ

কাঁকড়া বিছে মনে হলে

সিদ্ধান্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে 

চিকচিক বালির উপর 

ভয় < ভয়ংকর লেগ স্পিন 

সোজা মধ্যম উইকেট ছুয়ে 

মাঠের বাইরে 


পারতপক্ষে মৃত্যু যার নাম! যদিও 

কেউ কেউ হালকা রঙে আঁকেন 


ছবি থেকে ছবি জমানো 

অজস্রতা = স্তুপিকৃত = ডাস্টবিন 

সুতরাং  অপ্রয়োজন = রিসাইকল বিন


অপ্রতুল তথ্যের দিব্যালঙ্কার

রেখেছে গোলাপ


যতটা গোলাপি মনে হওয়া 

ঠিক তেমন দেখেনি সানগ্লাস 

আপলোড দিবাস্বপ্নের রেলিং 

লাইভ স্ট্রিমিং হয়ে আসে 

মাল্টিপল চয়েসের খোলা দিগন্তে 

তুমি একা ও কয়েকজন 

নিঃশব্দ রোপন করতে ব্যস্ত এখন...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...