মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪৪ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

 শব্দব্রাউজ ৪৪ । নীলাঞ্জন কুমার



তেঘরিয়ার বিপাশা আবাসন ১৪। ১২। ২০২০  সকাল সাড়ে আটটায় । সুখ নিয়ে ভাবনা আমার অনেক দিনের । কবিতায় এসে পড়ে হঠাৎ হঠাৎ । তাই নিয়ে আজকে আমার ভাবনা । প্রিয়তা যেন তার সঙ্গে মিশে থাকে ।



শব্দসূত্র:  সুখের মুখ


নীলা কারো সয় কারো সয় না । তেমনি সুখ নিয়ে হরেক দুশ্চিন্তা । সুখের সন্ধান করতে গিয়ে যে হাড়ভাঙা পরিশ্রম সকাল থেকে রাত অবধি করে চলেছি , তবু রাতে দুঃখের হা-হুতাশ লেগেই থাকে। ' সুখ যে আমার সয়না ' গান তাই কেবল মর্মে পৌঁছোয় সবাই । সুখ মানে কি প্রেম,  বৈভব,  স্বস্তির নিঃশ্বাস , সফল লেখার পরে দীর্ঘ নিঃশ্বাস,   কে বলবে?  অথচ স্বস্তি নিয়ে কত মানুষ বেঁচে থাকে । তার থেকে সবাই অধরা সুখ নিয়ে লালায়িত । সুখের আশা নিয়ে বেঁচেবর্তে মানুষ তবু সুখস্বপ্ন নিয়ে ঘুমের মধ্যে হেসে ওঠে ।



মুখ দেখলে বোঝা যায় কে সুখী না অসুখী । হতাশ মুখ দেখলে চারপাশে হতাশা ছড়ায় । সুখের মুখ সবাই দেখতে চায় । তোমার । আমার । সবার । মুখে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...