শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

শব্দব্রাউজ ৪১ || নীলাঞ্জন কুমার || "আই-যুগ"-এর কবিতা

শব্দব্রাউজ ৪১ || নীলাঞ্জন কুমার




তেঘরিয়ার বিপাশা আবাসনে ১২।১২। ২০২০সকাল ন ' টা । এই হাসিহীন সময়ে অট্টহাসি স্বপ্নের সঙ্গে বৈপরীত্য জুড়ে থাকে । তা যদি অবিরাম চলে তবে তা আরো মজার,  আরো আনন্দের । আনন্দের সঙ্গে শান্তি জড়িয়ে । অবিরাম ।


শব্দসূত্র:  না থামা অট্টহাসি


না, নিজেকে জড়াব না ভুল পদক্ষেপে বলে যখন ঘুম থেকে উঠে সংকল্প করি,  তবুও  দোষের বোঝা প্রতিদিন ভারী হয়ে ওঠে । তখন কারো অট্টহাসির দাপটে ভেতরে ভেতরে চমকে উঠি । রাত শেষ হলে মনে মনে যখন হিসেব করি দোষ ত্রুটির ,তখন দোষের বোঝা প্রতিদিনই ভারী হয়ে ওঠে । গভীর ঘুমের ভেতর কোথা থেকে সব দোষ হাজির হয়ে  লুঙ্গি ড্যান্স করে ।আমার ঘুমন্ত অবচেতন দেহ দেখে কে আর বুঝতে পারবে!  না, কোন সত্যকে জানা হল না । বোঝা গেল না আনন্দের সংজ্ঞা । এখন সকালে গুণগত সংকল্প । রাতে দোষের লুঙ্গি ড্যান্স ।


থামা যায় না বলে থামতে যাওয়া হল না । চলমান এই জগতে আমিও একজন চলমান,  সবার মতো । কেউ কি সময়হীনতার সময় খোঁজে  ? বোঝে চতুর্থ আয়নের দিকদিশা?  এসব ধাঁধালো বিষয় নিজের কাছে থাক । না থেমে ।


অট্টহাসি কখনো ব্যঙ্গের,  কখনো মজার । যে যেমনভাবে নেয় । তাতেই তার চরিত্র বোঝা যায় ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...