শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০

কিছু বই কিছু কথা ২২০ || নীলাঞ্জন কুমার || চিউইংগাম শহর || শর্মী পান্ডে । গ্রাফিত্তি

কিছু বই কিছু কথা ২২০ । নীলাঞ্জন কুমার




চিউইংগাম শহর । শর্মী পান্ডে । গ্রাফিত্তি ।
আড়াই টাকা ।

একবিংশ শতাব্দীর প্রথম দিকে গ্রাফিত্তি পত্রিকা এক অভিনব উদ্যোগ গ্রহণ করেছিল । তারা ' চটি ভাঈরাস ' নামে  পরিকল্পনা নিয়েছিল  কিছু চটি কবিতা  পুস্তিকার প্রকাশের  মাধ্যমে এক নতুন চেতনা ছড়িয়ে দেওয়া যায় । তার ভেতর দিয়ে তাঁরা বকুল বকুল মুকুল মুকুল লতানো লতানো কবিতার বাইরে দাঁড়িয়ে কবিতার অচলায়তনের গালে সজোরে থাপ্পড় মারার দুঃসাহস দেখানোর সাহস দেখিয়েছিলেন তাঁদের ক্ষুদ্র প্রচেষ্টার ভেতর দিয়ে । এই উদ্যোগের অন্যতম কান্ডারী শর্মী পান্ডের শারীরবৃত্তীয় কবিতা পুন্ঞ্জের ' ভাইরাস ' , ' চিউইংগাম শহর ' এ পাই এসব উচ্চারণ,  যাতে কলাকৈবল্যবাদীবর্গ  নাসিকা কুন্ঞ্চিত করতে পারেন: ' অথবা এই খ্যাসটানো বালির ভেতর যেখানে/ নিসর্গে ভরে যাচ্ছে গুয়ের সকাল । ( সকাল অথবা গ্রাসের কার্পেট- ২') , ' অসংখ্য সব ডিমরাশি বহন করি আমি/  সমস্ত কোষ জুড়ে উৎপাদিত শিতলতা দিয়ে/  জিইয়ে দেব ভেবে ' ( লেখা ৫। ১। ৯৯ ) ' , এ মোদের অন্ধ করা আলো/  কৌণিক দুরত্ব ভেদে রোদ ঝলকায় উপোষী/  দেবতার ক্ষুধা প্রেম হয়ে ঝরে ' ( ৬।১১।৯৬ ) । যা আজ থেকে বছর কুড়ি আগে সাহসী বলে ধরা যেত ।
         ভাবতে আফসোস আজকের আই- যুগে এসে বৃহদংশ কবি জীবনানন্দ গন্ধ ছাড়তে পারেনি । তারা সত্যি ভালো লিখছে,  আমরা বাহবা দিচ্ছি । কিন্তু সব জীবনানন্দ দাশের ছায়া । হয় পরিবেশ নয় বিপ্লব এই নিয়ে কাসুন্দি ঘাঁটছি । সেখানে শর্মী পান্ডের কিছু শরীরীকবিতা 'কেয়ার করি না ' গোছের । গ্রাফিত্তি এরকম অনেক কাজ করেছে ।  আলোচ্য পুস্তিকায়  অন্যান্য তথ্য থাকলেও প্রকাশ সাল পাওয়া গেল না , তা হয়তো কবিতা আবহমান বলে । কবি শর্মীর ভাষার 'শব্দ- মৈথুন 'অন্যস্বাদ আনে । জয়দীপ সেনগুপ্তর  প্রচ্ছদ কারুকাজ গ্রাফিত্তির স্বভাব অনুযায়ী । সেখানে কাব্য পুস্তিকার নামটি প্রচ্ছদে স্থান পায়নি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...