শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৪১। নীলাঞ্জন কুমার || মর্মমূলে ছিল টান । বিকাশ দাস । সমাকৃতি

কিছু বই কিছু কথা ২৪১। নীলাঞ্জন কুমার




মর্মমূলে ছিল টান । বিকাশ দাস । সমাকৃতি
প্রকাশ । দেড় টাকা ।


' বাঁকে নদী হয় বুক/  বুকই হাঁসুলী আঁকে ! ' (একটি স্কেচ)  অথবা 'নৌকাও তবে ফালাফালা দ্যাখো ডোবে বিশবাঁও জলে/ তখনও কিন্তু পারাপার চলে জলের অতল তলে...' ( পারাপার)  এর মতো পংক্তির  ভেতরে যে অর্থ খুঁজে পাওয়া যায় তা ১৯৯৭সালে লেখা হলেও আমরা আজও গ্রহণ করি ও লিপিবদ্ধ করি নিজস্ব কাব্য মোচড়ের কল্যাণে । কবি বিকাশ দাসের ' মর্মমূলে ছিল টান ' ক্ষুদ্র কাব্য পুস্তিকাটির কাছ হয়তো অনেক বেশি চাওয়া তার থেকে এসে যায় । আর তিনিও তা দেন: ' জল ভরার ছলে যে কতবার ঘাটে এলো আর গেল/  সে কি ভরা কলসি একবারও বয়নি ... ' ( মহড়া), ' ষড় ঋতুচক্র জুড়ে তার জন্যে ছিল শুধু মেঘ/  মেঘের আগুনে গেল জ্বলে .... ! ' ( লোকটা) - র সামনে দাঁড়িয়ে বলতে ইচ্ছে হয় ' ব্রাভো ' ।
            কবির ভেতরে যেহেতু কবিতা আছে তাই তাঁর এইসব ছোট্ট কবিতাগুলোর মধ্যে বড় বেশি ঢুকে পড়তে ইচ্ছে জাগে । কবির ভেতরে আপাত বাস্তবতা, আবেগ ও কল্পনা দিয়ে কবিতা খোঁজার যে আগ্রহ তা মুগ্ধ করে। সে কারণে ছুঁয়ে যায়:  ' বুকপকেটে রইল সেটি অমূল্য তার নাম/  হৃদয়-হৃত খামটি লুটোয় ফাঁকা ..... ! ' ( মূল্য অমূল্য)  ! ' , ' ঢেউ তুলে গেলে             নৌকাডুবি হয়/  মর্মমূলে ছিল টান অভিমানময় ..... ' ( ' মর্মমূলে ছিল টান) ।
            কবি বিকাশ দাসের কবিতা ভালোবাসতে ইচ্ছে হয় তাঁর কবিতার চিন্তাধারার টানে । উৎপল চক্রবর্তীর প্রচ্ছদ যথা যথা ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...