বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৫৪ । নীলাঞ্জন কুমার কন্ঠযোগে; ওষ্ঠযোগে । জহর সেনমজুমদার । ত্রিষ্টুপ প্রকাশনী । পঞ্চাশ টাকা ।

কিছু বই কিছু কথা ২৫৪ । নীলাঞ্জন কুমার




কন্ঠযোগে;  ওষ্ঠযোগে । জহর সেনমজুমদার  । ত্রিষ্টুপ  প্রকাশনী
। পঞ্চাশ টাকা ।


কবি জহর সেনমজুমদারের সাম্প্রতিক কাব্যগ্রন্থ ' কন্ঠযোগে;  ওষ্ঠযোগে ' কাব্যগ্রন্থের ব্লার্বে লেখা আছে:
' জহর সেনমজুমদার এক নিঃশব্দ নীরব ভাসমান স্বপ্নতরঙ্গেব কবি , তাঁর কবিতা পড়ে বুঝে ফেলি তাঁর সম্পর্কে কোন অতিরিক্ত কিছু বলা হয়নি কারণ : ' পুঁইডাঁটা চিবোনোর মতো,  কচি শসা চিবোনোর মতো ,  আমরা গৃহস্থ ' ( ' পুঁইডাঁটা ') , ' তুমি কতো কষ্ট পেয়েছো সন্ধ্যারতির মতো,  কন্ঠনালী কোনদিনও বাঁশির মতো একবারও বাজাতে পারোনি ' ( ' মৃগনাভি ' ) - র মতো স্বপ্নতরঙ্গ ভেতরে ভেতরে বইয়ে দেওয়ার পংক্তি যিনি লেখেন তাকে এ কথা বলতেই হয় । এ কবির প্রতিটি শব্দের মধ্যে নীরবে লুকিয়ে আছে সেই প্রাণনা যা আমাদের তাঁর কবিতার সামনে দাঁড় করায় । জীবনের সামনে হাজারো বিষয় ছুটে আসে ।
            কবি এছাড়া যখন লেখেন:  ' যেন হলুদ হারমোনিয়াম খুলবার আগেই গান উড়ে গেছে ' ( ' থইথই ' )  , ' হাঁটুভাঙা গাছ ও খোলা জানালার প্রেম তোমার বজ্রপাতে নষ্ট হয়ে যায় ' ( বজ্রপাত ) তখন তার হাতের জাদুর সামনে মন বশ হতে ইচ্ছে হয় ।
             কবির এই গ্রন্থ বারবার পড়ে ফেলার মতো উপাদান নিহিত থাকার কারণে কবি বুঝিয়ে ছাড়েন কবিতার সৌন্দর্য কি জিনিস,  তাকে আত্মস্থ করলে কি করে ভেতরে ঢুকে পড়তে ইচ্ছে জাগে তা প্রকৃত পাঠক নিশ্চিত বুঝতে পারবেন । ভালো লাগে অভীক সরকারের প্রচ্ছদের দৃষ্টিভঙ্গি । কাব্যগ্রন্থের সঙ্গে মানানসই ।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...