তিনটি কবিতা
ফটিক চৌধুরী
অভিঘাত
কিছু গোলাপ ফুটে আছে টবে
নীরবে
তাঁর কাঁটা যদি ফুটে যায় হাতে
যাতে
হবে হয়তো একটু রক্তপাত-
জেনো, এসব ভালবাসার
অভিঘাত।
অচিন সুখ
চঞ্চলতা কোথায় লুকোবে, বুকে ?
তার ছাপ ঠিক ভেসে ওঠে মুখে
এ সব ছাপ
বড় নিষ্পাপ
জ্বলে ওঠে ঠিক অচিন সুখে।
উজ্জ্বল দিন
অন্ধকারে ধুলোবালির আস্তরণ
তাকে সরিয়ে কোথায় যাব ?
কতদূরই বা যাওয়া যায় !
মলিনতার শেষে যদি
এক ঝাঁক উজ্জ্বল দিন আসে !
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন