স্তব্ধতার ভাষায় আমরা কথা বলি
বিপ্লব মাজী
স্তব্ধতার ভাষা আছে
আমি জানি তুমি জানো
স্তব্ধতার ভাষায় আমরা
কথা বলি গান করি
স্তব্ধতার বর্ণমালায়
হৃদয়ের কথা বলি
স্তব্ধতার ভাষা জানে
পৃথিবীর পশুপাখি
স্তব্ধতার কথা বলে
আকাশ ও জল মাটি
তোমার হৃদয় ব্যপ্ত
বিশ্ব চরাচরে
যখন তোমাকে ভালবাসি
চুমোয় চুমোয় দিই ভরে
আনন্দে কাঁপো থরথরো
দুচোখে শিশির ঝরে পড়ে...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন