রবিবার, ৩ জানুয়ারী, ২০২১

কিছু বই কিছু কথা ২৪৩ । নীলাঞ্জন কুমার || শবসাধনা । অরুণাংশু ভট্টাচার্য । ত্রিষ্টুপ প্রকাশনী

কিছু বই কিছু কথা  ২৪৩ । নীলাঞ্জন কুমার




শবসাধনা । অরুণাংশু ভট্টাচার্য । ত্রিষ্টুপ প্রকাশনী
। পন্ঞ্চাশ টাকা ।

কবি অরুণাংশু ভট্টাচার্য এমনই কবি যিনি তাঁর প্রত্যেকটি কাব্যগ্রন্থে নিজেকে পাল্টাতে ব্যস্ত থাকেন ।
যা তাঁর বেশ কিছু কাব্যগ্রন্থ পাঠ করার কারণে ধারনা হয়ে গেছে । তাঁর বর্তমান কাব্যগ্রন্থ ' শবসাধনা ' পর তাই নতুন কিছু পাওয়ার আকাঙ্ক্ষায় তাকে জম্পেশ করে পড়ে ফেললাম । তার থেকে পেলাম এসব ভাবনা : ' এখন শুধু আবেগের জন্যই নক্ষত্রগণ ওই গাছগাছালির / শাখা প্রশাখা বেয়ে নেমে আসবে আমাদের এই/  বৃহৎ সংসারের মাঝখানে .... ' , ' এ- শরীরে রক্তমেঘ/  শববাহী প্লাবনের মতো/  ভ্রমে নিরন্তর স্বপ্নে,  রাত্রি করতলে ' ('ঋণ' ) , ' যেহেতু দুর্বল ভাবি,  নিজে সেই প্রবণতাহেতু  / অস্থি কাঁপে রহস্যের , মৃত্যুভয়ে আতঙ্কিত ক্ষুধা ' ( ' স্নায়ু ')।
             কবি অরুণাংশুর কবিতা থেকে পাই কিছু বিশেষ চিন্তাভাবনা যার ভেতর দিয়ে নিজেকে জাগানোর তাগিদ গড়ে ওঠে । কখনো গভীর আবার কখনো সহজে  বলেন : ' চল্লিশ পেরিয়ে গেল নীরা তোমার- /মাথায় দু-  চারটে সাদা চুল ' ( '  অন্ন ') উজ্জীবিত করে ।
                 যা হোক অরুণাংশুর কবিতার  ভাবনার জন্য খোলা মাঠ রেখে দেওয়ার জন্য কবিকে ধন্যবাদ । সুন্দর ও সুঠাম কাব্যগ্রন্থটি পাঠকবর্গের মনে ধরবে এ বিশ্বাস আছে । অভীক সরকারের প্রচ্ছদ বিমূর্ততার ভেতর দিয়ে গভীর  ।  কালার কম্বিনেশন প্রচ্ছদের ভাবনার সঙ্গে গড়ে উঠেছে ।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...