শুক্রবার, ৮ জানুয়ারী, ২০২১

আবুল হাসান || নিলয় মিত্র || কবিতা

 আবুল হাসান।।

নিলয় মিত্র।



শুয়ে আছে আবুল পোড়া ঘাসের শরীরে

হাড় মাস জ্বলেনি আশ্চর্য জহ্লাদ আগুনে

বেঁচে আছে রক্তকনা চেতনার

শুদ্ধ শিকড়ে।


একটি নদীর নাম যদি হয় আবুল

হল ধরে থাকা তরুণ মাঝি উন্নত শির আবুল

দুঃখভুমিতে শস্যের প্লাবন এনে দেবে,কবুল।


আবুলের জ্বলে ওঠা চোখে স্পর্ধার উত্তরাধিকার

সমকালের গভীরে প্রোথিত রোদ্দুরের গাঢ় সমাচার

ক্ষোভে রাগে শপথে ইস্পাত মুখ উজ্জ্বল ঘোড়সওয়ার।

 মেদিনীপুর। মানিকপুর।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Registration (Online)

Trainee REGISTRATION (ONLINE)

                                                                                    👇           👉             Click here for registration...